আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় 10 টি জেলার নাম


জেলা বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি স্তর। প্রশাসনিক কাঠামো কে আরো গতিশীল করতে দেশের কয়েকটি বিভাগ এবং জেলা কে কয়েকটি উপজেলায় পরিনিত করা হয়েছে।




দেশভাগের সময় পশ্চিম পাকিস্তানের জেলা ছিল ১৭ টি। এবং তত্কালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) জেলা সংখ্যা ছিল ১৯ টি। পরবর্তী সময়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ৪৫ টি মহকুমা কে জেলায় রুপান্তরিত করেন। যে কারণে মোট জেলার সংখ্যা হয়ে দাঁড়ায় ৬৪ টি। 

চলুন জেনে নিই বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় 10 টি জেলার নাম-

10. সিলেট জেলা

সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় একটি জেলা। জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জেলার আয়তন 3452 বর্গকিলোমিটার। সিলেট জেলায় মোট 13 টি উপজেলা রয়েছে, পৌরসভা রয়েছে 4 টি, সিটি করপোরেশন রয়েছে 1 টি। সিলেটকে বলা হয় আধ্যাত্মীক রাজধানী। 360 টি আউলিয়ার শহর। সিলেটের অনেক আধীবাসি যুক্তরাজ্যে থাকে একারণে সিলেটকে বিশ্বের দ্বিতীয় লন্ডন বলা হয়।

9. সুনামগঞ্জ জেলা

হাওড় অঞ্চলের অন্তর্গত সুনামগঞ্জ দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা। সুনামগঞ্জের আয়তন 3747 বর্গ কিলোমিটার। উপজেলা শহর 11 টি পৌরসভা 4 টি। টাঙ্গুয়ার হাওর সুন্দরবনের পর ইউনেস্কো থেকে দেশের দ্বিতীয় রামসার সাইট হিসাবে অন্তর্ভুক্ত হয়।

8. সাতক্ষীরা জেলা

সাতক্ষীরা দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটা জেলা। আয়তন 3858 বর্গ কিলোমিটার। এরমধ্যে দেশের দক্ষিণ অংশ 1445.18 বর্গ কিলোমিটার এলাকা সুন্দরবনের অন্তর্ভুক্ত। সাতক্ষীরা জেলায় 7 টি উপজেলা এবং 2 টি পৌরসভা রয়েছে ।

7. বাগেরহাট জেলা

বাগেরহাট বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের অন্তর্গত একটি জেলা। জেলাটির আয়তন 3959 বর্গ কিলোমিটার। উপজেলা রয়েছে 9 টি এবং পৌরসভা রয়েছে 3 টা। সুন্দরবন এর 1834 বর্গ কিলোমিটার জায়গা বাগেরহাট জেলার মধ্যে পড়েছে।

6. নোয়াখালী জেলা

দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের অন্তর্গত একটি জেলা নোয়াখালী। আয়তন 4203 বর্গ কিলোমিটার। নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজের নামে কোন শহর নেই। নোয়াখালী জেলার প্রধান শহর হলো মাইজাদী। এটাই জেলার প্রধান শহর। নোয়াখালী জেলায় মোট 9 টি উপজেলা এবং 8 টি পৌরসভা রয়েছে।

5. ময়মনসিংহ জেলা

দেশের মধ্যাঞ্চলে অবস্থিত এই ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ জেলার আয়তন 4363 বর্গ কিলোমিটার। জেলাটিতে মোট 13 টি উপজেলা এবং 9 টি পৌরসভা এবং 1 টি সিটি কর্পোরেশন রয়েছে। গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জেলাটি 1787 সালে অবস্থিত হয়। এবং তত্কালীন সময়ে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় জেলা ছিল এটি। 

4. খুলনা জেলা

বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের রাজধানী বলা হয় খুলনাকে। জেলাটির আয়তন 4395 বর্গ কিলোমিটার। আয়তনে এটি দেশের ৪র্থ বৃহত্তর জেলা এবং ৩য় বৃহত্তর শহর। উপজেলা রয়েছে 9 টি, পৌরসভা রয়েছে 2 টি এবং 1 টি সিটি কর্পোরেশন রয়েছে।

3. বান্দরবান জেলা

দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের অন্তর্গত একটি জেলা বান্দরবান। আয়তন 4479 বর্গ কিলোমিটার । যা আয়তনে দেশের তৃতীয় বৃহত্তম জেলা। উপজেলা সংখ্যা 7 টি পৌরসভা 2 টি । এটি বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা। জেলাটিতে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। 

2. চট্টগ্রাম জেলা

বাংলাদেশের প্রবেশদ্বার এবং বাণিজ্য শহর হচ্ছে চট্টগ্রাম। আয়তন 5283 বর্গ কিলোমিটার। আয়তনে এটি দেশের ২য় সর্ব বৃহৎ জেলা। এর উপজেলা রয়েছে ১৫ টি এবং একটা সিটি কর্পোরেশন রয়েছে। চট্টগ্রাম দেশের সবচেয়ে পুরোনো জেলা যা ১৬৬৬ সালে গঠিত হয়। ব্রিটিশরা জেলার নাম দেন "চিটাগাং" । বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর এই জেলাতেই অবস্থিত। দেশের বৈদেশিক বাণিজ্য এর শতকরা ৯০% এই বন্দর দিয়েই হয়।

1. রাঙামাটি জেলা

প্রাকৃতিক সৌন্দর্য এর অপরুপ লিলাভূমি রাঙামাটি জেলার আয়তন 6116 বর্গ কিলোমিটার। এটা বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। জেলাটিতে রয়েছে 10 টি উপজেলা, 2 টা পৌরসভা। রাঙামাটি দেশের একমাত্র রিকশাবীহিন শহর। জেলাটিতে চাকমা, মুরং, মারমা সহ 14 টি জাতি বসবাস করে এই জেলাতেই। ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথেই সম্পর্ক রেখেছে রাঙামাটি জেলা।

তো বন্ধুরা পোষ্ট টি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ে পোস্ট করবো কমেন্ট করে জানাবেন।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে


Post a Comment

Previous Post Next Post